পিএসজিতে মেসির জার্সি নম্বর কত?

ফ্রান্সের প্যারিসে সাজ সাজ রব। উন্মাদনা আর উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ফুটবল সমর্থকরা। কারণ মেসি আসছেন। বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে পৌঁছেছেন মেসি। বার্সা তারকা মেসি পিএসজিতে যোগ দেওয়ায় তারকায় ঠাসা ক্লাবে পরিণত হলো ক্লাবটি।

পিএসজিতে মেসির জার্সি নম্বর কত?
\

মেসিকে ঘিরে আগ্রহ আছে আরও একটি জায়গায়। আর তা হলো মেসির জার্সি নম্বর নিয়ে। বার্সেলোনা ছেড়ে আসা মেসির জার্সি নম্বর কত হবে পিএসজিতে? এ নিয়ে যেন কৌতূহলের শেষ নেই। গুঞ্জন আছে পিএসজিতে মেসি ৩০ নম্বর জার্সি পরবেন। বার্সেলোনা সিনিয়র দলে ৩০ নম্বর জার্সিতেই অভিষেক হয়েছিল মেসির। মেসি নতুন অভিযান শুরু করবেন ৩০ নম্বর জার্সিতেই।


পিএসজির ১০ নম্বর জার্সিটি এতদিন পরতেন নেইমার জুনিয়র। বার্সেলোনায় একই নম্বরের জার্সি পরতেন মেসিও। এই জার্সি নম্বর নিয়েই বিখ্যাত হয়েছেন তিনি। তবে পিএসজিতে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না মেসি। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি কত নম্বর জার্সি পরবেন সেটি নিয়ে চলছে নানা আলোচনা। তবে নেইমার নিজের ১০ নম্বর জার্সি ছাড়তে প্রস্তুতই ছিলেন। কিন্তু মেসি সেটি গ্রহণ করেননি।

তবে এর বাইরেও বেশ কয়েকটি জার্সি নাম্বার উন্মুক্ত আছে। ১৩, ২৫, ২৬, ২৮, ৩০, ৩১ , ৩২, ৩৩ ও ৩৪ নম্বর জার্সি উন্মুক্ত আছে মেসির জন্য। এর মধ্যে ৩০ নম্বর জার্সিটি পরার সম্ভাবনাই বেশি মেসির। কারণ এই জার্সিটি পরেই বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছিল তার।

তবে কোনো কিছুই এখনো নিশ্চিত নয়। তবে এটুকু চূড়ান্ত, মেসি দশ নম্বর জার্সি পাচ্ছেন না পিএসজিতে।

মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্যারিসে পৌঁছান মেসি। এর আগে বিকেল পাঁচটার দিকে পরিবারকে নিয়ে বার্সেলোনা ছাড়েন আর্জেন্টাইন এই মহাতারকা।
এর আগে ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেসিকে ছাড়ার ঘোষণা দেয় বার্সেলোনা। বার্সায় দীর্ঘ দিন ধরে ১০ নম্বর জার্সিটি পরে আসছিলেন তিনি। 

Post a Comment

0 Comments