করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লকডাউনের ১৯ দিনে ঢাকায় সাড়ে সাত হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন। শেষ দিন মঙ্গলবার (১০ আগস্ট) ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগে ১৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ১৯ দিনে পুলিশের হাতে রাজধানীতে মোট ৭ হাজার ৫৬৯ জন গ্রেপ্তার হয়েছে। এসময় দুই হাজার ৮৪৩ জনকে মোট ৩১ লাখ ১১ হাজার ৪১৫ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ এই কয়দিন ৮ হাজার ৩৫২টি গাড়িকে মোট এককোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে বলে জানিয়েছে ডিএমপি।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ’ জারি করে সরকার। সে মেয়াদ আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।
সারা দেশে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে বুধবার (১১ আগস্ট) থেকে সব ধরনের অফিস ও কলকারখানা খোলার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, শপিংমল ও বাজার সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
0 Comments