অপহরণের এক বছর পর স্কুলছাত্রী উদ্ধার

 

অপহরণের এক বছর পর স্কুলছাত্রী উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে অপহৃত স্কুলছাত্রীকে এক বছর পর উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। একই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিপন ইসলাম আক্কু নামে এক যুবককে আটক করা হয়েছে।

অপহরণের এক বছর পর স্কুলছাত্রী উদ্ধার

আটক লিপন পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সোমবার (৯ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকা হতে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঠাকুরগাঁওয়ের ইসলামবাগ এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ জুন স্কুল ছাত্রীকে অপহরণ করেন লিপন ইসলাম আক্কু। পরে ২১ জুন স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

অপহরণের পর স্কুলছাত্রীকে নিয়ে ঢাকা, খুলনা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অবস্থান নেয় অভিযুক্ত লিপন ইসলাম।

পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশ এক বছর পর অপহরণের শিকার স্কুলছাত্রীকে ঠাকুরগাঁও থেকে উদ্ধার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সময় নিউজকে জানান, অপহরণ মামলায় আটক দেখিয়ে অভিযুক্ত লিপন ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া স্কুলছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

Post a Comment

0 Comments